আমি(শন্তু) ববিতে(বর্ধমান বিশ্ববিদ্যালয়) পড়ি, ঘটনার শুরু যখন আমি প্রথম বর্ষে ক্লাস শুরু করি। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষ, মজা আর আড্ডায় কেটে যায়। তো কপাল এ ছিল প্রথম বর্ষে আমি ক্লাসের CR(Class Representative) নির্বাচিত হব, হয়ে গেলাম। এবং ক্লাসের অপর CR ছিল একটি মেয়ে (শান্তা), যাকে নিয়ে আমার এই গল্প। তো প্রথম বর্ষ মজা আর আড্ডায় কাটল তা আগেই বলেছি।
এর মধ্যে দেখা গেল যে শান্তা ৩ মাস ক্লাস করার পর থেকেই অনুপস্থিত, ত স্বাভাবিক ভাবেই CR হিসেবে দায়িত্ত্ববোধ নিয়ে তার খোঁজ নিতে গিয়ে বিপত্তি বাধালাম। কল করলাম আমি, কল ধরল শান্তার বাসার শিক্ষক, তিনি বললেন যে শান্তার বিয়ে হয়ে গেছে, সে স্বামীর সাথে হানিমুন এ গেছে। শুনে ত আমরা সবাই মজা পেলাম, যাক বিয়ে হয়েছে আমরা শান্তার কাছ থেকে ভালভাবে একটা বড় পার্টি আদায় করব। এই সেই টুকিটাকি করে প্রথম বর্ষের শেষ দিকে এসে শান্তা হাজির। সদা ফটফট করা মেয়ে টি পুরো নিশ্চুপ। কারো সাথে ঠিক মত কথা বলে না।
আর অন্যরা ও কেউ তার সাথে সেধে কথা বলে না। তো এই দেখে আমার একটু খারাপ লাগে, কিন্তু আগ বাড়িয়ে আমিও কোনো কথা বলতে যাই না। এমতাবস্থায় প্রথম বর্ষ ফাইনাল সামনে উপস্থিত, সবাই নোট যোগাড় এর জন্য ব্যাস্ত। এর মধ্যে একটা কোর্সের নোট শুধু আমার কাছেই আছে, তো সবাই আমার কাছ থেকে কপি করে নেয়া শুরু করে। শান্তা ও আসে আমার কাসে, ফায়দা নিয়ে আমি শান্তার মোবাইল নং টা নিয়ে নেই।