বাড়িওয়ালার ছেলে বউ পর্ব-২

আগের পর্ব-  “বাড়িওয়ালার ছেলে বউ পর্ব-১”
**********

দেখতে দেখতে আজ সেই দিনটা চলে এলো, আজ অ্যাদাভ জি আসবেন আমাকে তার সঙ্গে নিয়ে যেতে। তাই আজ সকাল থেকে ঋতু একটু বেশিই সময় নিয়ে আমাকে সুন্দর করে সাজিয়ে তুলছে। আগের মতোন এখন আর আমার শরীরে লোম হয় না বললেই চলে, ওই একটু আধটু দাড়ি আর গোঁফ টাই যা হয়, তাও সেভিং ক্রিমের দয়ায় কমে গেছে এখন। যাই হোক, ঋতু আমাকে বেশ যত্ন করে পরিস্কার করে দিয়েছে। অ্যাদাভ জির দেওয়া শাড়ি গুলোর মধ্যে একটি হলুদ জামদানী শাড়ী ছিলো, যেটি উনি ঢাকা থেকে স্পেশালী আমার জন্যে নিয়ে এসেছিলেন। ওনার আবদার ছিলো যেনো আমি আজ ওই হলুদ শাড়িটাই পড়ি ওনার জন্যে। শাড়ীটা পরে ওনার দেওয়া জুয়েলারি গুলো পরেনি, মাথায় টিকুলি থেকে শুরু করে গলায় মোটা মোটা ৩টে সোনার হার, নাকের, ঝুমকো কানের, কোমর বন্ধনী, পায়ে নুপুর, হাতে কাঁচের চুড়ি ইত্যাদি পড়তে হলো।

বেলায় ঋতু আমাকে নিয়ে পার্লারে যায় ব্রাইডাল মেকওভারের জন্যে। যেখানে নিজের রূপ দেখে লজ্জায় পরে যাই, ইচ্ছে করছিলো নিজেকে মাটিতে মিশিয়ে ফেলি। কিন্তু কি আর করার ভাগ্য আজ আমাকে এই জায়গায় নিয়ে এসেছে।

বেলা ১১টার দিক করে অ্যাদাভ জি আসেন। আমি ওনাকে দেখে চমকে উঠি, প্রথম দেখাতে চিন্তেই পারা যায় না। ওনাকে দেখে মনে হচ্ছিলো, যেনো ওনার বয়স হঠাৎ করেই ১০ বছর কমে গিয়েছে। উনি পাঞ্জাবী আর পায়জামা পরে এসেছিলেন, যাতে ওনাকে দেখতে একদম কোনো সিনেমার হিরোর চেয়ে কম লাগছিলেন না।আমি তো দূরের কথা, ওনাকে দেখে যেকোনো মেয়েও ফিদা হয়ে যাবে। ওনাকে দেখে কেউ বলবে না যে, ওনার তিনটে ছেলে আছে তাও আবার বিবাহিত।

যাই হোক, ওনার সাথে দেখলাম আরো ২জন লোক এসেছে, যাদের হাতে ফুলের মালা ছিলো, আমি তখনই বুঝে গেছিলাম যে আসলে উনি কি চাচ্ছেন। অ্যাদাভ জি আমাকে পুরোপুরি ভাবে সব নিয়ম মেনে আমাকে বিয়ে করে ওনার বউ হিসেবে নিয়ে যেতে চাইছেন। ওনার মতোন মানুষের বউ হতে সব মেয়েরা স্বপ্ন দেখে। কিন্তু আমি একজন ছেলে তার ওপর বিবাহিত। কিন্তু আজ কেন জানি না আমার খারাপ লাগছে না একদমই।

আমিও হয়তো আজ মনে মনে তৈরী ওনার বউ হিসেবে নিজেকে মানিয়ে নিতে, হয়তো এই একটা মাসে নিজেকে মেয়ে হিসেবে দেখতে দেখতে এমন হচ্ছে। আবার হয়তো কলেজ টাইমে মেয়ে সাজতাম তারই এফেক্ট, আমি জানি না।

বসার ঘরে আসতে আমাকে দেখে অ্যাদাভ জি বললেন-
অ্যাদাভ জি: আরে ওয়াহ! মেনে কাহা থা তুমি আমার বউ হবে। আজ থেকে তুমি আমার বউ, অ্যাদাভের বউ। সোসাইটিতে তোমার এতো সম্মান হবে, যে তুমি ভাবতেও পারবে না। তার সাথে আইস আরাম কি জিন্দগী তো আছেই। কি সুন্দর লাগছে গো তোমাকে সোনা।তবে তোমার কি নতুন কোনো নাম ঠিক করলে..?
আমার বলার আগেই ঋতু বলে ওঠে-
ঋতু: তিস্তা।

অ্যাদাভ জি খুশি হয়ে বলেন: বহুত সুন্দর নাম। যেমন সুন্দর তোমাকে দেখতে, তেমনি সুন্দর তোমার নাম। আচ্ছা লাগ রাহি হো বিলকুল অ্যাদাভের বউয়ের মতো। কিন্তু কিছু একটা মিসিং আছে..!
আমি তো লজ্জায় পরে কিছু বলার মতো অবস্থাতেই ছিলাম না। তাই ঋতু জিঞ্জেস করে-
ঋতু : ক্যায় কামি আছে..?

অ্যাদাভ জি কিছু না বলে ওনার লোকেদের দিকে তাকান। ওদের মধ্যে একজন নিজের পকেট থেকে একটা মঙ্গলসুত্র আর সিঁদুরের কৌট বার করে অ্যাদাভ জির হাতে দিলো।
অ্যাদাভ জি: এক আওরাত ইনকি বিনা আধুরি হোতি হে।

এটা বলেই উনি আমার সিঁথিতে সিঁদুর দিয়ে ভরিয়ে দেন, এবং গলায় মঙ্গলসুত্রটাও পরিয়ে দেন। হঠাৎ এমন কিছু হওয়ার কারনে লজ্জায় আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। এমনকি ঋতুও কিছু বললো না। এরপর আমি আর অ্যালবাম জি ২জনে মালা বদল করলাম। বিয়ের সব নিয়ম সম্পুর্ন হবার পর আমরা খাওয়া দাওয়া করে বেড়িয়ে পড়লাম। অ্যাদাভ জির সাথে আসা ২জন লোক আমার জিনিস পত্রগুলো গাড়িতে রাখতে চলে গেলো। যেই গুলো অ্যাদাভ জি আমাকে দিয়েছিলো।

আরো কিছু জামা কাপড় ছিল যে গুলো ঋতু আমাকে দিয়েছিলো। যাওয়ার সময় আমি ঋতুকে জড়িয়ে ধরে কেঁদে উঠি, ঋতুও কাঁদতে শুরু করে। তারপর আমরা বাইরে চলে আসি।
বাইরে অ্যাদাভ জির গাড়ি দাঁড় করানো ছিলো। অনেক বড়ো এবং দামী গাড়ি ছিলো ওনার। ওনার লোকেরা আমার জিনিস পত্রগুলো গাড়ির ডিক্কিতে রেখে দিলো। আর, সামনের সিটে গিয়ে বসে পরলো । অ্যাদাভ জি আর আমি পিছন সিটে বসলাম। ঋতুও আমাকে বিদায় জানাতে নীচে এসেছিলো।
সেটাই হয়তো আমার আর ঋতুর শেষ দেখা ছিলো।।

শেষ বারের মতো ঋতুকে বিদায় জানাই এবং তাকে নিজের খেয়াল রাখতে বলি। আমরা দুইজনেই খুব কান্নাকাটি করছিলাম। তারপর অ্যাদাভ জি আমার হাতটা ধরে গাড়ির মধ্যে বসিয়ে দেন। এবং গাড়ি চালু করতে বলেন। গাড়ি চলতে শুরু করে।
আমি শেষ বারের মত লুকিং গ্লাসে ঋতুকে দেখতে থাকি। এবং ভাবতে থাকি, কেমন করে আমি আমার স্ত্রীকে এবং আমার অতীত জীবনকে পিছনে ফেলে চলে আসছি।
**************
গাড়ির মধ্যে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিলো। চারিদিকে নিস্তব্ধ সুনসান রাস্তা তার মাঝ দিয়ে ছুটে চলেছে অ্যাদাভ জির দামি গাড়িটি। সাতপাঁচ ভাবনার মধ্যে, হঠাতই অ্যাদাভ জি তাঁর হাতটা আমার কাঁধে রাখেন এবং আমাকে নিজের কাছে টানতে থাকেন। উনি একজন কুস্তি করা শক্তপোক্ত পুরুষ, একটানে আমি সোজা ওনার বুকে গিয়ে পড়ি।
উনি আমার পুরো শরীরে হাত দিয়ে আদর করছিলেন। যার ফলে আমার লজ্জা এবং ভয় দুটোই লাগছিলো।।

উনি বললেন –
অ্যাদাভ জি: আজ সে তুমি আমার বিবি। এর মানে তুমি আমার বেটাদের(ছেলেদের) মা, আমার বাহুদের (বউমাদের) সাসুমা, আর আমার মায়ের বাহু (বউমা)। তোমাকে পুরা মান ওর তান থেকে আমার আর আমার মায়ের সেওয়া করতে হবে। আর আমার বেটাদেরও মায়ের মতো ভালোবাসা দিতে হবে। আর যেহেতু তুমি অ্যাদাভের বিবি হয়েছো, তো সেই হিসাবেই তোমাকে থাকতে হবে। হামেশা শাড়ি পড়তে হবে, শুধু রাতে আমার পছন্দের ড্রেস পরে শুতে হবে। ঘরে সব সময় মাথায় পাল্লু দিয়ে থাকতে হবে।

আমি হ্যাঁ সম্মতিতে মাথা নাড়াই। উনি খুশি হয়ে আমার কপালে একটি কিস দেন। আমি ওনার ঠোঁটের স্পর্শে কেঁপে উঠি। সামনের সিটে বসে থাকা লোকটা আমাদের লুকিং গ্লাসে দেখতে থাকে। যেহেতু অ্যাদাভ জির বাড়ি ছিল দিল্লির বাইরে, যা আমাদের বাড়ি থেকে ২ঘন্টা সময় লাগে.. তাই আমাদের পৌঁছাতে দুপুর হয়ে গিয়েছিলো।।

অ্যাদাভ জির বাঙ্গলো দেখে মনে হচ্ছিল, এ যেনো এক রাজার রাজ বাড়ি। এই সব বাঙ্গলো বাড়ি সাধারণত্ব সিনেমাতেই দেখেছি। যাই হোক, আমাদের গাড়িটি ব্যাঙ্গালোর গেট দিয়ে ভিতরে ঢুকে বাড়ির সামনে গিয়ে থামে। বাঙ্গলোর চারিদিকে লোকেরা কাজ করছিল, আর গাড়ির দিকে দেখেছিলো। অ্যাদাভ জি বললেন এরা সবাই ওনার কর্মচারী।আমরা যখন গাড়ি থেকে নেমে দাঁড়াই সবাই আমাদের ঘিরে দাঁড়িয়ে পড়ে।

সামনের সিটে বসে থাকা লোকটা গাড়ি থেকে নেমে আমার ব্যাগ গুলো নিয়ে ভেতরে চলে যায়। অ্যাদাভ জিও আমাকে নিয়ে ভিতরে গেলেন। অ্যাদাভ জির মা এবং তিন বউমা আমাদের ওয়েলকাম করার জন্যে দাঁড়িয়ে ছিলেন। অ্যাদাভ জির মা আমাদের বরন করে নিলেন। আমরা ওনার মায়ের পায়ে হাত দিয়ে আশির্বাদ নিলাম, এবং বউমারা আমাদের পা ছুঁয়ে আশির্বাদ নিলো। অ্যাদাভ জির মা বললেন,-
“আরে মুন্না, তেরি বিবি তো খুব সুন্দরী আছে”। এটা বলে উনি আমার হাতে ২০০০টাকা মু দিখাই করলেন।

এরপর, অ্যাদাভ জি সবার সাথে আমার আলাপ করিয়ে দিলেন। অ্যাদাভ জির মায়ের নাম শান্তি দেবী। এবং বউমা দের সাথেও আলাপ করিয়ে দিলেন। বড়ো বউমার নাম নিশা, নিশা আমার থেকে ২ বছরের ছোটো। মেজো বউমার নাম নেহা বয়স ২৩-২৪ এর মধ্যে, একটু দুষ্টু স্বভাবে। এবং ছোট বউমার নাম রিয়া। রিয়া সবার থেকে ছোটো, এই ২ বছর হয়েছে ওর বিয়ের। বড়ো বউমা নিশা আমাকে বললো –
নিশা- আপনার নাম কি?
আমি বলি- তিস্তা।
তারপর রিয়া বলে ওঠে – আমরা আপনাকে মা বলে ডাকতে পারি??
আমি লজ্জায় কিছু বলতে পারি না।ওরা আমাকে জ্বালাতন করার জন্যে আরো বলে – ওহো নতুন বউ যে লজ্জা পেয়ে গেলো।।
অ্যাদাভ জি বললেন – আব বাত-চিত হয়ে গেলে ভিতরে যাওয়া যাক?
নেহা বললো- জি বাবু জি, আন্দার আইয়ে।

ওনার ছেলেরা রাবি, শিভা, আর দেব অফিস গিয়েছিলো। যার জন্যে ওদের সাথে আমার রাতেই দেখা হবে। এরপর, নিশা আমাকে উপরের একটি ঘরে নিয়ে যায়। ঘরটি খুব সুন্দর করে সাজানো ছিলো। আমি কিছু জিজ্ঞেস করার আগেই নিশা বলে ওঠে,
নিশা- এই রুমটা বাবু জির। আজ থেকে এটা তোমারও ঘর, তাই কোনো কিছুতে লজ্জা করবে। আর কোনো কিছু দরকার হলে আমাকে বলবে..।

রাতে ছেলেরা বাড়ি ফিরতে তাদের সাথে আমার পরিচয় হয়। রাবি, শিভা, দেব, তিন জনই আমার থেকে বয়সে বড়ো তবুও তারা আমায় প্রনাম করে আশির্বাদ নিলো। এরপর কিছু নিয়ম থাকায় সেই গুলি আমাকে পূরণ করতে হলো, যেমন – বাড়ির নতুন বউকে নিজে হাতে খীর বানিয়ে পরিবেশন করে দেওয়া, বরের খাওয়ার পর তারই পাত্রে থাকা এঁটো খাবার খাওয়া, ইত্যাদি। এই সব কাজের পর বউমারা আমাকে নিয়ে ওনার ঘরে গেলো।

ওনার ঘরটি দেখে মনে হচ্ছিলো যেন কোনো স্বপ্নের ঘর।। ঘরটির মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ফুলে ভর্তি ছিলো, তার সাথে সুগন্ধি মোমবাতি ঘরটিকে আরো কাল্পনিক করে তুলছিলো। ঘরের মধ্যে থাকা বেডটি দেখে আমি একটু লজ্জায় পড়ে যাই। আমার লাল হয়ে ওঠা মুখ দেখে রিয়া বলে উঠলো,
রিয়া- আজ তোমার আর বাবুজির সুহাগ রাত, তাই বাবু জি খাস করে তোমার জন্যে এতো সুন্দর করে ঘরটিকে সাজিয়েছে।

যাই হোক, অ্যাদাভ জির দেওয়া একটা ডিপ লাল রঙের নেটের শাড়ি, সঙ্গে স্লিভলেস ব্লাউজ, যার পিঠের দিকটা পুরোই ফিঁতা দেওয়া এবং বুকের কাছে ভি কাটিং ডিসাইনের ছিলো, এই শাড়িটা দেখে আমি নিশাকে বললাম,
আমি – এই শাড়িটাই পড়তে হবে..?

নিশা-এটা বাবুজির খুব পছন্দের একটা শাড়ি মা জি, উনি নিজে হাতে তোমার জন্যে কিনেছেন। বিয়ের প্রথম রাতে বরকে খুশি করার জন্যে পরবে এতো লজ্জা পেলে হবে না..!?
শেষমেষ, বউমাদের যেদের কাছে হার মেনে, শাড়িটি পরতেই হলো।
প্রথমে একটা লাল রঙের ব্রা সঙ্গে ম্যাচিং প্যান্টি যেটার সাইজটা মনে হয় একটু ছোটো ছিলো যার কারণে আমার পড়তে একটু টাইট লাগছিল। এক এক করে পেটিকোট, ব্লাউজ এবং সব শেষে শাড়িটা পরে নিলাম‌। রিয়া এবং নেহা আমাকে মেকাপ করে সুন্দর ভাবে সাজিয়ে দিয়ে বললো,
নেহা- আজ বাবুজি আপকো নেহি ছোরেঙ্গে, বহত পেয়ার কারেংগে।

আমি পাত্তা না দিলাম না। আমাকে বেডের মধ্যিখানে বসিয়ে আমার মাথায় ঘোমটা টেনে মুখটা ঢাকা দিয়ে দিলো। বড়ো বউমা নিশা বললো,
নিশা- মা জি, আমার রুম ফার্স্ট ফ্লোরেই দুটো রুম পরেই। যদি কিছু দরকার লাগে আমাকে ডেকে নেবেন। আমি চলে আসবো।
ছোটো বউমা রিয়া মজা করে বলে – আরে দিদি, আজ রাত তোমার দরকার পরবে না। তুমি ঘুমিয়ে পড়ো যাও।।
আমি লজ্জা পেয়ে যাই। নিশা আর নেহা নিজেদের হাসি চেপে রিয়াকে চুপ করায়, আর আমাকে বেডরুমে রেখে চলে যায়।

অ্যাদাভ জির বেডরুমটা সত্যি খুব বড়ো। আমাদের মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টের অর্ধেক তো হবেই, এতোটাই বড়ো ঘর ওনার। ঘরের মধ্যে একটা কিং সাইজ বিছানায় আমি এখন বসে এই সব কথাই ভাবছিলাম।
বেডের দুই দিকে দুটো টেবিল আছে যার ওপর টেবিল ল্যাম্প জ্বলছে। রুমের মধ্যে আরও একটি টেবিল চেয়ার ছিলো। এটি মনে হয় ওনার স্টাডি টেবিল। একটা ড্রেসিং টেবিলও ছিলো যেখানে একটা মেয়ের প্রোয়জনীয় সব জিনিস রাখা ছিলো। ড্রেসিং টেবিলের পাশেই একটা কাঠের বড়ো আলমারি ছিলো যেখানে নিশা আমার সব শাড়ি গুছিয়ে রেখে গিয়েছে। এছাড়াও বেডের সামনের দিকের দেওয়ালে অনেক বড়ো একটা ছবি লাগানো ছিলো

মনে হয় এটা ওনার প্রথম স্ত্রীয়ের ছবি। আমি ছবিটা দেখে অবাক হয়ে যাই। হালকা করে ঘোমটা টা সড়িয়ে ছবিটা দেখি, একদাম আমার মতোই সেম টু সেম। এর পর আমি পুরো ব্যাপারটা বুঝতে পরি যে, অ্যাদাভ জি আসলে কেন্ আমাকে তার বিবি বানাতে চেয়েছিলেন।

আমি এই শক থেকে বেরোবার আগেই, বেডরুমে দরজা খোলার আওয়াজ আসে। দেখি দরজার কাছে অ্যাদাভ জি দাঁড়িয়ে ছিলেন। উনি একটি সাদা রঙের কুর্তা পাজামা পরে ছিলেন। উনি দরজা বন্ধ করে আমার কাছে আসতে আমি বেড থেকে নেমে ওনার পা ছুঁয়ে প্রণাম করি।

উনি আমার হাত ধরে আমায় ওঠালেন, এবং আমার ঘোমটা নামিয়ে আমার দিকে তাকিয়ে থাকলেন। উনি আমার মুখ তুলে আমায় বললেন –
অ্যাদাভ জি – আমি যখন তোমায় প্রথমবার দেখেছিলাম তোমাদের কলেজে, আমি অবাক হয়ে গেছিলাম। তুমি তখন আমার বউ মায়ার মতোই দেখতে লাগছিলে। ১০ বছরেরও বেশি হবে মায়া আমাকে ছেড়ে চলে গেছে। আমি তাকে অনেক ভালোবাসতাম, আর হঠাৎ করে তোমাকে দেখে আমার মায়ার কথা মনে পড়ে এবং আমি তোমার সম্পর্কে খোঁজ নিতে শুরু করলাম।
আমি চুপচাপ অ্যাদাভ জির কথা শুনতে থাকি।

অ্যাদাভ জি: আমি অপেক্ষায় ছিলাম একটা সঠিক সুযোগের তোমায় নিজের করে পাওয়ার জন্যে। এজন্যেই আমি এই প্রোপোজালটা দিয়ে ছিলাম। তুমি ছেলে না মেয়ে তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু তোমায় নিজের করতে চাই। আমি তোমাকে সেই ভাবে ভালোবাসতে চাই যেই ভালোবাসাটা মায়াকে দিতে চেয়েছিলাম, কিন্তু দিতে পারিনি।

এই বলে উনি আমায় জড়িয়ে ধোরলেন। আমি কিছুই বলতে পারছিলাম না। একদিকে ওনার অতীতের কথা শুনে আমি ইমোশনালী ওনার সাথে জড়িয়ে পড়ি, এবং আর একদিকে আমার আগের জীবন, আমার স্ত্রী ঋতুর কথা ভেবে আমার মনটা খারাপ হয়ে যায়। একটা অদ্ভুত জটিলতায় জড়িয়ে পড়েছিলাম ওই সময়।

To be continued…

প্রথমত দুঃখিত শরীরের অসুস্থতার কারণে গল্প লিখতে পারিনি। আর দ্বিতীয়ত এই গল্পটি আমার প্রথম লেখা তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।। আর অবশ্যই কেমন লাগলো জানাবেন, ধন্যবাদ।