Bangla Erotica
বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না ঢুকতে জীবনে প্রথমবারের মত ডাম্পড হলাম। সঙ্গিনীর অভাব যে কেমন শুন্যতা তৈরী করতে পারে আমি নিজে না হলে বিশ্বাস করতাম না হয়তো। এক দিকে ক্ষোভ আর ঈর্ষায় নারী জাতির প্রতি বিদ্বেষ আবার আরেক দিকে ওদের ঘনিষ্ঠতা পাবার আশায় মনটা ব্যকুল হয়ে আছে। ক্যাফের পাশে জব ফেয়ারে ফ্রী টিশার্ট বিতরন করছিল একটা মেয়ে। তেল কম্পানীর জব ফেয়ার, এদের সাথে এসেছে হয়তো।
ওর হাত থেকে শার্ট টা নিতে গিয়ে চোখে চোখ পড়ল। ফোলা ফোলা ঠোটের নাটালী পোর্টম্যানের সংস্করন। ফর্সা গালে দু চারটা ব্রনের দাগ। আমি আগ্রহ নিয়ে তাকাতে চোখ ফিরিয়ে মুখ টিপে বললো, নীল না সবুজ। আমি বললাম, নীল। শার্ট নিয়ে বের হয়ে এলাম। তখনও টের পাইনি মাথার মধ্যে ঝড় শুরু হবে। উত্তরা রুটের বাসে উঠবো, মনে হলো কি যেন ফেলে এসেছি। মুখ টিপে যে চোখ ঘুরিয়ে কথা বললো, ওকে আরেকবার না দেখে যেতে পারবো না। ফিরে এলাম ক্যাফেতে। টি শার্ট বিতরন শেষ। জব ফেয়ারে লোকজন তখনও চিতকার করে লেকচার ঝেড়ে যাচ্ছে। কিন্তু ও কোথায়? এদিক সেদিক খুজলাম। ততক্ষনে মনের মধ্যে চেপে ধরেছে ওকে আমার খুজে বের করতেই হবে। যত দেরী হয় হোক। ক্যাফেতে চা খেয়ে পেট টইটুম্বুর করলাম। জবওয়ালারা টেবিল মুড়ে চলেও গেল। মায়াবনের হরিনী তখনও নিরুদ্দেশ।