দ্বিতীয় যৌন অভিজ্ঞতা
৩ ঘন্টা ট্রেন লেট! সকাল ৭ টায় পৌছানোর কথা কিন্তু স্টেশনে গিটারটা কাঁধে নিয়ে নামলাম সকাল ১০টা বাজে। জীবনের দ্বিতীয় মহাপরীক্ষা দিয়ে গ্রামের বাড়িতে গেলাম বেড়াতে।ক্লাস ৫ এ বৃত্তি পাওয়ার পর গ্রামে লোকজনকে খাওয়ানোর উপলক্ষে শেষবারের মত গিয়েছিলাম আবার গেলাম ইন্টার পরীক্ষা শেষ করে।
যেই কাকু আমাকে রিসিভ করতে এসেছে সে আমাকে নিয়ে স্টেষন থেকে বের হয়ে যখন কিছুদুর হেটে জল ভরা মাঠের দিকে নিয়ে গেল তখনই জানলাম রিক্সা ভ্রমনে আমাদের গ্রামে যাওয়া সম্ভব না কারন রাস্তার কিছু কিছু জায়গায় জল উঠেছে তাই নৌকা করে যাওয়াই সহজ।
রেলস্টেশনের পাশের গ্রামে,সেখানে নেমে রিকশায় করে যাওয়ার রাস্তাটাও অনেক দীর্ঘ প্রায় ১ ঘন্টার মত সময় লাগে।আমার মনে আছে শেষবারে যখন এলাম আঁকাবাঁকা রাস্তার পাশে ফসলের খোলা মাঠে মাঝে মাঝেই ছন্নছাড়া তালগাছ,খেজুর গাছ আর কিছু কিছু বাড়িতে পুকুরের পাশে নারকেল গাছ আমার খুব ভাল লেগেছিল দেখতে।ঘন সবুজ গ্রামগুলোর সৌন্দর্য যাচাই করতে উপমা যথেষ্ট নয় দর্শনের অনুভবই একমাত্র উপায়।
তবে এবার আমি বর্ষায় আসাতে রাস্তা পরিবর্তন হয়েছে।আমাদের যেতে হবে নৌকো করে।