গৃহবধুর কেচ্ছা কাহিনী
ছেলেটা বাইরে বেরিয়ে গেল। বাইরে দাঁড়িয়ে রয়েছে। চন্দ্রিমা ওকে বের করে বেঁচে গেল। দরজা বন্ধ করে দিল। যেন ছেলেটার জন্যে ওর দরজা একেবারে বন্ধ করে দিল। দিতে পারলে চন্দ্রিমা নিশ্চয় খুশি হত। কিন্তু…। টেনে একটা লম্বা দম ছেড়ে নিজের স্বস্তি ফেরত নিয়ে এলো। ছেলেটা চোখের আড়ালে চলে গেল।
ও তাড়াতাড়ি বেডরুম, লিভিং রুম পার হয়ে দরজা খুলে দিল। ওরা তিনজন ভেতরে ঢুকলো। ও আবার দরজা বন্ধ করে দিল। সূদীপ জিজ্ঞাসা করলো, “কি হয়েছে? শরীর ঠিক আছে তো? আমরা কত সময় ধরে ডাকাডাকি করছিলাম!”
চন্দ্রিমা বলল, “শরীরটা একটু খারাপ বলেই প্রোগ্রাম না দেখে চলে এসেছি। রূপালি দির বাড়িও যেতে পারলাম না। একটু শুয়ে ছিলাম। রূপালিদি খুব রাগ করেছে? নিজেরও খুব খারাপ লাগছে।” চন্দ্রিমা নিজেকে বাঁচাতে মিথ্যা কথা বলল।
সূদীপ বলল, “আমারই চিন্তা কি হলো তোমার? ওখানে যা ভিড়। ওখানে কিছু হয়েছে কি?”
ওর শাশুড়ি বললেন, “ওদিকের কথা ছাড়ো। ওখানে ভালোভাবে সব হয়েছে। তোমার শরীর এখন কেমন আছে?”
চন্দ্রিমা বলল, “এখন একটু ভালো আছে, মাথাটা একটু ধরে গেছিল!!”